ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় কালের কণ্ঠ অফিসে চুরি

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৭ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় কালের কণ্ঠ অফিসে চুরি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নগরীর স্যার ইকবাল রোডের নাফিজা ভবনের নিচ তলায় দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে।

 

শনিবার সকালে অফিস খুলে এ ঘটনা ধরা পড়ে।

 

চোরেরা অফিসের দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি আইপিএস ও একটি পেনড্রাইভসহ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।

 

দৈনিক কালের  কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি অফিস বন্ধ করে যান। শনিবার সকাল পৌনে ১০টার দিকে অফিসে প্রবেশ করে আলো জ্বলতে দেখে খটকা লাগে। এরপর দেখতে পান  কক্ষের পশ্চিম পাশের জানালার গ্রিল ভাঙা। দুটি কম্পিউটার, দুটি মনিটর, একটি আইপিএস ও একটি পেনড্রাইভসহ মূল্যবান জিনিসপত্র নেই।

 

কম্পিউটারের মধ্যে গত ৬ বছরের অধিক সময়ে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যাদি ছিল। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, ‘এটি নিছক চুরিই নয়, অন্য কোনো কারণও থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

 

রাইজিংবিডি/খুলনা/২৭ জুন২০১৫/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়