ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা শুরু

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা শুরু হয়েছে।

 

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথাগত পাঁঠাবলির মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ পূজা ও মেলা।

 

প্রায় সাড়ে ৫০০ বছরের বেশি সময় ধরে প্রচলন রয়েছে ঐতিহ্যবাহী এ পূজা ও মেলার। হিন্দু সম্প্রদায়সহ বর্ণবৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসার কালীর বার্ষিক পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে অন্যরকম এক আমেজের সৃষ্টি হয়েছে।

 

প্রতিবছরের মতো স্থানীয় প্রতিমা শিল্পী সুকুমার বিশ্বাস, নিমাই বিশ্বাস ও তাদের তিন সহযোগী বংশপরম্পরায় তৈরি করেছেন সাত হাত লম্বা কালীমূর্তি। 

 

রোববার দিবাগত মধ্যরাতে মহিষ ও পাঁঠাবলির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ মেলার কার্যক্রম।

 

এ বছর পূজা উপলক্ষে মেলা প্রাঙ্গণে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন ও থানার পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান।
এ বছর মেলা এবং এসএসসি পরীক্ষা একই সময় হওয়ায় জেলা প্রশাসন মেলায় সার্কাস, যাত্রা, লটারির অনুমতি দেয়নি।


 

রাইজিংবিডি/কুষ্টিয়া/৮ ফেব্রুয়ারি ২০১৬/কাঞ্চন কুমার/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়