ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চোখের নিচে কালো দাগ?

ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৬ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোখের নিচে কালো দাগ?

মারিয়া, ফটোগ্রাফি: অপূর্ব খন্দকার

লাইফস্টাইল ডেস্ক : মুখের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর চোখের সৌন্দর্যের ওপর। তাই কম ঘুমসহ আরো নানা কারণে যদি সুন্দর দুইটি চোখের নীচে কালো দাগ পড়ে, তাহলে মুখের সৌন্দর্যটায় ভাটা পড়ে।

 

সুতরাং জেনে নিন চোখের নিচের কালো দাগ দূর করার কিছু ঘরোয়া উপায়।  

 

আলুর রস বা আলু বাটা : কাচা আলু বেটে তা লাগাতে পারেন চোখের নিচে। কিংবা বাটা আলুর পরিবর্তে শুধু আলু বাটার রসটুকু তুলোয় নিয়ে তা চোখের নীচে লাগান। প্রতিদিন ঘণ্টাখানেক এটি লাগালে, কয়েক সপ্তাহ পরেই চোখের নীচের কালো দাগ দূর হবে।

 

টমেটোর রস + লেবুর রস: টমোটোর রস এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে, সেই রস মিনিট দশেক চোখের নিচে লাগান। কয়েক সপ্তাহ ব্যবহারে সুফল মিলবে।

 

দুধ: রুপচর্চায় দুধ অনেক কার্যকরী। সুতরাং চোখের নীচের কালো দাগও দূর করা যাবে দুধ লাগিয়েও। এজন্য প্রতিদিন ২০ মিনিটের জন্য চোখের নীচে ঠাণ্ডা দুধ লাগান তুলোর সাহায্যে।

 

শশা বাটা + আলু বাটা: চোখের নিচের কালো দাগ দূর করার জন্য একসঙ্গে শশা এবং আলু বাটা ব্যবহারেও সুফল মিলবে। 

 

কমলার রস + গ্লিসারিন: গ্লিসারিনের সঙ্গে কমলার রস মিশিয়ে নিয়মিত লাগালে দূর হবে চোখের নিচের কালো দাগ। 

 

গোলাপ জল: গোলাপ জলও ব্যবহার করতে পারেন চোখের নীচের কালো দাগ দূর করার জন্য। গোলাপ জল তুলোয় ভিজিয়ে, সেই তুলো ১৫ মিনিট চোখে রাখুন।

 

লেবুর রস: লেবুর রস তুলোর সাহায্য চোখের নিচে লাগাতে পারেন কালো দাগ দূর করার জন্য। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে লেবুর রস ব্যবহারে যদি জ্বালা করে, তাহলে এটি ব্যবহার করবেন না।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়