ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছেলের হাঁসুয়ার কোপে আহত বাবার মৃত্যু

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৩ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলের হাঁসুয়ার কোপে আহত বাবার মৃত্যু

রাজশাহী জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশেমপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছেলেদের হাঁসুয়ার কোপে গুরুতর জখম বাবা আবু বাক্কার (৪৮) চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন।

 

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছে ঘাতক দুই ছেলে সেলিম হোসেন ও আল আমীন।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার কাশেমপুর গ্রামের আবু বাক্কারের বড় ছেলে সেলিম হোসেনের সঙ্গে ছোট ছেলে আল আমীনের ঝগড়া হয়। এ সময় বাড়িতে তাদের বাবা-মা ছিলেন না। ঝগড়াঝাটির একপর্যায়ে আবু বাক্কার বাড়িতে এসে দুই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন।

 

এরপর দুই ছেলে বাড়ি ছেড়ে পাশেই নানার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে আগে থেকেই তাদের মা অবস্থান করছিলেন। ওই দিন সন্ধ্যার দিকে আবু বাক্কার ছেলেদের বাড়িতে ফিরিয়ে আনতে তাদের কাছে গেলে তারা উত্তেজিত হয়ে আবু বাক্কারের ওপর হামলা করে।

 

এক পর্যায়ে বড় ছেলে সেলিম হাঁসুয়া দিয়ে বাবা আবু বাক্কারের গলায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওইদিন রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো থানায় মামলা দায়ের হয়নি।



রাইজিংবিডি/রাজশাহী/৩ জুলাই ২০১৫/তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়