ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজশাহীতে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ৩১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘায় বিদ্যুস্পৃষ্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মোরশেদপুর গ্রামের আবুল কালাম আবু (৫৫) ও তার স্ত্রী ফরিদা বেগম। এ ঘটনায় তাদের দুই মেয়ে আহত হয়েছেন।

 

স্থানীয়রা জানান, আবুল কালাম আবু রোববার গভীর রাতে বাড়ির বাইরে যান। এ সময় বিদ্যুতের তারে আবুর হাতের স্পর্শ ঘটে। তার চিৎকারে স্ত্রী ফরিদা বেগম  রক্ষা করতে আসেন। এ সময় তিনিও বিদ্যুস্পৃষ্ট হন। বাবা-মা বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়লে দুই মেয়ে রুমা খাতুন (২২) ও মৌসুমি খাতুন (২০) এগিয়ে আসেন। এ সময় তারাও বিদ্যুস্পৃষ্ট হন।

 

পরে এলাকার লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আবুল কালাম আবু ও তার স্ত্রী ফরিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

 

প্রতিবেশী ফরিদুল ইসলাম ও বাবু বলেন, ‘শিয়ালের অত্যাচার থেকে মুরগি বাঁচানোর জন্য বিদ্যুতের লাইনের সঙ্গে কুলা বাঁধা তার দিয়ে সংযোগ দেওয়া ছিল। এই ফাঁদে পড়ে তারা নিহত হয়েছেন।’

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে কুলা বাঁধা তার ও সকেট উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/৩১ অক্টোবর ২০১৬/ তানজিমুল হক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়