ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ১২ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্বঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

নিহতরা হলেন পূর্বঝিনিয়া গ্রামের মফিজল মিয়ার ছেলে তসলিম উদ্দিন (৪০) ও মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম (৩০)। 

 

দহবন্দ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান গোলাম কাদির মুকুল জানান, জমি নিয়ে ওই গ্রামের হযরত আলী ও তছলিম গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে হযরত কয়েকজনকে নিয়ে ওই জমিতে ধান কাটতে যান। ওই জমিতে কৌশলে বিদ্যুতের তার ফেলে রাখা হয়। ধানকাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়।

 

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

রাইজিংবিডি/গাইবান্ধা/১২ নভেম্বর ২০১৬/মোমেনুর রশিদ সাগর/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়