ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

মো. মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

 

রোববার দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৩ জন।

 

নিহতরা হলেন- মাইক্রোযাত্রী ঢাকার মিরপুরের বাসিন্দা নিলয় (১৩), রেনু বেগম (৭০), তিথি (২৪), নুরুল ইসলাম (৪৫) ও মাইক্রোচালক মফিজুল ইসলাম  (২৮)। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত রয়েছেন।

 

নিহতদের ৪ জনের লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও একজনের লাশ মৌলভীবাজার হাসপাতালের মর্গে রয়েছে।

 

এসব তথ্য নিশ্চিত করে হাইওয়ে সিলেট সার্কেলের এএসপি শৈলেন চাকমা জানান, সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে পাশের একটি জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত ৮ জনকে উদ্ধার করে সিলেট এমএজি এসমানি হাসপাতালে নিয়ে গেলে আরও ৩ জন মারা যান।  

 

রাইজিংবিডি/হবিগঞ্জ/২৯ মে ২০১৬/মো. মামুন চৌধুরী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়