ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ১ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

 

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।

 

এ বছর নাশকতার মামলায় হুলিয়া নিয়ে আত্মগোপনে কিংবা কারাবন্দি থাকা অনেক নেতা শ্রদ্ধা জানানোর এই কেন্দ্রীয় কর্মসূচিতে আসতে পারেননি। এসব কারণে এ বছর জ্যেষ্ঠ নেতাদের সংখ্যা ছিল গত বছরের তুলনায় কম।

 

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য বর্তমানের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশে আজ গণতন্ত্র নেই। বিএনপির কাছে আজকে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে আনা। ইনশাল্লাহ বাংলাদেশে সুষ্ঠু নিবার্চনে মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্র ফিরে আসবে।’

 

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দেশে নিরপেক্ষ জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানান তিনি।

 

গণতন্ত্র ফিরিয়ে আসতে নিবার্চনের বিষয়ে বিএনপির কাযর্ক্রম জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘আমরা মনে করি সরকারের অভ্যন্তরীণ অস্বস্তিকর যে অবস্থা দেখতে পারছি, তাতে আমার মনে হয়, খুব শিগগিরই দেশে একটা নিবার্চন হবে। সেই নিবার্চন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। সেই নিবার্চনের মাধ্যমে সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার আবার আসবে বলে আমরা মনে করি।’

 

জিয়ার কবরে পুস্পস্তাবক অর্পণের সময়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, আবদুল কাইয়ুম, এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, খায়রুল কবীর খোকন, নাজিমউদ্দিন আলম, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, সুলতান সালাহউদ্দিন টুকু, হেলেন জেরিন খান, শাম্মী আখতার।

 

সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে হাবিব উন নবী খান সোহেল, আবু সাঈদ খান খোকন, মীর সরফত আলী সপু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, শাহ নেছারুল হক, আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পুস্পস্তবকের পরপরই মশুল ধারায় বৃষ্টি শুরু হলে শত শত নেতা-কর্মী চরম বিপাকে পড়ে।

 

এদিকে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সোমবার থেকে ভবনটি আলোকসজ্জা করা হয়েছে। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের এক পটভূমিতে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। প্রথমে তিনি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে বিভিন্ন দল ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন, যা পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে রূপান্তরিত হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে দলটি বেশ কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন।

 

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তবে প্রতিষ্ঠার ৩৭ বছরের মধ্যে প্রায় ৩২ বছর ধরেই সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আসছেন দলটির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।




রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৫/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়