ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বান্দরবানে পাহাড় ধসে শিশুসহ নিহত ৬

বাসু দাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে পাহাড় ধসে শিশুসহ নিহত ৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে এক শিশুসহ ৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩ জন। 

নিহতরা হলো- রোজিনা আক্তার (২৫), তার শিশুপুত্র সাজ্জাদ (৪), আমেনা বেগম  (৩৬), তার ছেলে আরাফাত (১৪), বশির আহাম্মদ (৫০) এবং তার নাতনি ফাতেমা আকতার (১৪)। নিহতরা তিন পরিবারের সদস্য।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে জেলার লামা উপজেলার হাসপাতালপাড়ায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় বসতবাড়ির ওপর ধসে পড়লে এ ঘটনা ঘটে।

 

 আহতদের সবাইকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় নিহতরা ঘুমিয়ে ছিলেন।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, পার্বত্য জেলা পরিষদ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

 

এদিকে ঘটনার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান, জহিরুল ইসলাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু মার্মা, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

 

রাইজিংবিডি/বান্দরবান/১ আগস্ট ২০১৫/এস বাসু দাশ/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়