ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃষ্টির পেটে বাংলাদেশ-পাকিস্তান লড়াই

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির পেটে বাংলাদেশ-পাকিস্তান লড়াই

ক্রীড়া প্রতিবেদক: টানা ১১ ওয়ানডে হারের পর বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে বিশ্বকাপের মিশন শুরু করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টির দাপটে সব ওলট-পালট হয়ে গেল। বৃষ্টিতে পন্ড বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। ৩টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু দুই দলের ক্রিকেটাররা বৃষ্টির দাপটে ড্রেসিং রুমের বাইরেই আসতে পারেননি। থেমে থেমে বৃষ্টি পড়ায় ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

স্থানীয়দের তথ্যমতে, সকাল থেকেই কার্ডিফের আকাশের মন খারাপ! থেমে থেমে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। বৃষ্টির মাত্রা অনেক সময় বাড়ছিল, অনেক সময় কমছিল। তাই ম্যাচ আয়োজনের কোনো লক্ষ্যণই দেখছিলেন না আয়োজকরা।

বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে প্রত্যেক দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে। পাকিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। বাংলাদেশের আজই প্রথম মাঠে নামার কথা ছিল। ৩১ জুলাই পাকিস্তানের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৮ মে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার পর ২ জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়