ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী : ফখরুল

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্যবৃদ্ধির দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নজর নেই, এ অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নজর লুটপাটের দিকে।

 

রোববার বিকেলে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘চালের দাম ৫০ টাকা হয়ে গেছে। প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। ১০ টাকা কেজি চাল বিক্রি করা হচ্ছে, যার সমস্ত সরকারি দল নিয়ে যাচ্ছে।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘যত উন্নয়নের কথা বলা হচ্ছে, যত টাকা ব্যয় করা হচ্ছে; তার চারভাগের তিনভাগ সরকারি দলের লোকরা নিয়ে চলে যাচ্ছে।’

 

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

 

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার উত্তরা-বনানী-গুলশান এলাকাতে রাস্তাঘাট কেটে ফেলা হচ্ছে। ভালো ভালো রাস্তার ফুটপাত কেটে ফেলা হচ্ছে। সেখানে আবার নিম্নমানের কাজের মাধ্যমে নতুন নতুন টাইলস বসানো হচ্ছে। দেশের মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে আর তাদের লুটপাটের উৎসব চলছে।’

 

আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে, মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) দেশ থেকে গণতন্ত্র চিরতরে নির্বাসিত করে দিতে চাচ্ছে। তার প্রমাণ আমরা একে একে দেখছি যে, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে ধ্বংস করে ফেলছে।’

 

গণমাধ্যম, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সব সরকার নিয়ন্ত্রণ করছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সব প্রতিষ্ঠানকে তারা তাদের দলের মতো করে তৈরি করে নিয়েছে। এরা যখন গণতন্ত্রের কথা বলে আমরা উদ্বিগ্ন হই যে, সত্যিকার অর্থেই আমরা ভবিষ্যত কী হবে?’

 

ভবিষ্যতে নিরপেক্ষ লোক দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে সংশয় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘অতীতে সার্চ কমিটির মাধ্যমে দলীয় পছন্দের লোক দিয়ে ইসি গঠন করা হয়েছে। তারা প্রমাণ করেছে যে, তারা অযোগ্য, অথর্ব এবং সরকারের বশবর্তী ছাড়া আর কিছু নয়। একটি নির্বাচনও তারা সুষ্ঠুভাবে করতে পারেনি। সরকার আবার আরেকটি বশবর্তী ইসি তৈরি করে আবার বৈতরণী পার হওয়ার চিন্তা করছে।’

 

বিএনপি নেতাদের বিরুদ্ধে এক-এগারোর মামলা পুনরুজ্জীবিত করা হচ্ছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতাদের বিরুদ্ধে এক-এগারোতে করা মামলাগুলো শেষ হলেও তা আবারও শুরু করা হচ্ছে। অথচ এক-এগারোতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের যত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল সমস্ত মামলা তুলে নেওয়া হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র না থাকে, বিরোধী দল না থাকে, ভিন্ন মত না থাকে, সেজন্য এই সরকার কাজ করে যাচ্ছে।’

 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ অস্থির শ্বাসরুদ্ধকর অবস্থায় বাস করছে। অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ন্যূনতম অধিকার নেই, ভোটের কথা বলার অধিকার নেই। জনসভা করার উপায় নেই। প্রতিটি মানুষ অতিষ্ঠ, চিন্তিত হয়ে পড়েছে। এখনই এতো খারাপ, ভবিষ্যতে কী অবস্থা হবে?’

 

গণতন্ত্র ফিরিয়ে আনতে সব মত-পথের রাজনৈতিক দল ও সংগঠনকে বিভদে ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়