ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোলায় যাত্রীবাহী বাস পুকুরে: নিহত ১

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় যাত্রীবাহী বাস পুকুরে: নিহত ১

দুর্ঘটনাকবলিত বাস

ভোলা প্রতিনিধি : ভোলার বাংলাবাজার আজিমুদ্দিন এলাকায় যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম সাইফুল (৩৫)।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশন থেকে ভোলা সদরে আসার পথে এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, এম এম এন্টারপ্রাইজের যাত্রীবাহী ওই বাসটি আজিমুদ্দিন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চাকা ফেটে যায়।  এ সময় চালক নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত এবং আহত হয় কমপক্ষে ৩০ যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির ঘটনাস্থল থেকে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত সাইফুলের বাড়ি বোরহানউদ্দিনের কাছে বড় ডায়োরি বাজার এলাকায়।



 


রাইজিংবিডি/ভোলা/৩ আগস্ট ২০১৫/ফয়সল বিন ইসলাম নয়ন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়