ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন আসেনি

এমএ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ১৬ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন আসেনি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বুধবারও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।

 

বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ১৮ ডিসেম্বর ঠিক করেছেন। এর আগেও কয়েক দফায় প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছে সিআইডি।

 

গত ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।

 

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, বিশ্ব মিডিয়ায় আলোচিত ওই ঘটনায় গত ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।

 

মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলার তদন্ত করার জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।

 

রিজার্ভ থেকে এই অর্থ চুরি যাওয়ার পর প্রায় দেড় মাস বিষয়টি গোপন রাখে বাংলাদেশ ব্যাংক। পরে ফিলিপাইন মিডিয়ায় এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশ মিডিয়াতেও। এ ঘটনায় বেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি হয় সরকার। অবশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়। খবরটি দেশের মিডিয়ায় আসার চারদিন পর মামলা করে বাংলাদেশ ব্যাংক।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৬/এমএ খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়