ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হলো জাজ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হলো জাজ

বিনোদন প্রতিবেদক : আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ লিগের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল রংপুর রাইডার্স। এবার  দলটির সঙ্গে যুক্ত হলো চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

 

গতকাল ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে চুক্তি স্বাক্ষর করেন জাজের ব্যবস্থাপনা পরিচালক আফরিনা মোহ ও রংপুর রাইডার্সের পরিচালক সৈয়দ ইয়াসির আলম। এ সময় জাজের কর্ণধার আব্দুল আজিজসহ উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের খেলোয়াড়রা। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতিসহ সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পরিচালক জাকির হোসেন রাজু, প্রযোজক নাসির উদ্দিন দিলু, অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকে।

 

এ সময় আব্দুল আজিজ বলেন, ‘মানুষ সিনেমা দেখে বিনোদন পান আবার খেলা দেখেও বিনোদন পান। তাই এবার জাজ মাল্টিমিডিয়ার খেলার মাঠেও থাকবে। রংপুর রাইডার্সের সঙ্গী হতে পেরে আনন্দিত। আশা করছি জয় ছিনিয়ে আনবে আমাদের দল।’

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার সাতটি দল অংশ নিবে। এগুলো হলো- ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও বরিশাল বুলস।

 

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট হয়। ১৪৬ দেশি খেলোয়াড় ও ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্য থেকে পছন্দের খেলোয়াড়দের বেছে নেয় দলগুলো।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৬/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ