ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরীক্ষা পাসের সেলফি

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১১ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষা পাসের সেলফি

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রী ভাল ফলাফলের আনন্দে সেলফি তুলছেন : (ছবি : শাহীন ভূঁইয়া)

হাসান মাহামুদ :  সেলফি-জ্বরে হলিউড-বলিউড মাতোয়ারা। প্রতিদিনই সেলফি ঝড় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

 

এবার সেই সেলফির আধিক্য দেখা গেছে এসএসসি পাস করা শিক্ষার্থীদের মাঝে। তবে এই দৌঁড়ে এগিয়ে ছিল মেয়েরাই।

 

বুধবার একযোগে সারাদেশে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। প্রতিবারের মতো এবারো মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়ার সুবিধা ছিল। কিন্তু উৎসুক শিক্ষার্থীরা ফলাফলের জন্য স্কুলে যান। উপলক্ষ্য, অনেকদিন পর আবার দেখা হবে প্রিয় সহপাঠীদের সঙ্গে, প্রিয় শিক্ষক-শিক্ষিকার সঙ্গে।

 

 

সামান্য রোদ থাকলেও কোমলমতিদের উচ্ছ্বাসের কাছে এটা কিছু না। এরপর দুপুর ১টায় ফলাফল প্রকাশের পর আনন্দে মেতে উঠে সবাই। একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অধিকাংশ শিক্ষার্থীকে।

 

তবে আনন্দ প্রকাশের অভিব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে ‘সেলফি’। দলবেধে মেয়েরা ব্যস্ত ছিল সেলফি তোলায়।

 

 

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রীর কাছে সেলফি তোলার উপলদ্ধি সর্ম্পকে জানতে চাইলে, সবাই একসঙ্গে চিৎকার দিয়ে বলে, ‘এটি পরীক্ষা পাসের সেলফি’।

 

এ সময় আশপাশে দাঁড়ানো অভিভাবক এবং শিক্ষিকাদেরও হাসতে দেখা গেছে। একই চিত্র দেখা যায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুলেও।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৬/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ