ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সংসদ এলাকা থেকে জিয়ার কবর সরানো হবে’

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৭ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংসদ এলাকা থেকে জিয়ার কবর সরানো হবে’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালে এবং যুদ্ধ-পরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে তিনি স্বাধীনতা চাননি। এ ধরনের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না। তাই সংসদ এলাকা থেকে তার কবর সরানো হবে।

 

তিনি শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হলেও নেপথ্যে যারা ছিল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে দেশি বা বিদেশি যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি, হত্যা করা যাবেও না। বঙ্গবন্ধুর আদর্শ দিন দিন আরো শক্তিশালী হচ্ছে।

 

স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের সভাপতিত্বে শোকসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আতাউল্যাহ মন্ডল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/গাজীপুর/২৭ আগস্ট ২০১৬/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়