ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:২৫, ২২ এপ্রিল ২০২৩
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

‘অঙ্ক স্যার’ ধারাবাহিকের একটি দৃশ্য

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা টেলিভিশন

বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বদলে যাওয়া মানুষ, অভিনয়: অপূর্ব, তাসনিয়া ফারিন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: অঙ্ক স্যার, রচনা: বৃন্দাবন দাশ, পরিচালনা: এজাজ মুন্না, অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: গুনগুনিয়ে। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান, অভিনয়ে: জোভান, তাসনিয়া ফারিন প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: সুরেলা সুলতান, রচনা ও পরিচালনা: সাগর জাহান, অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, মুকিত জাকারিয়া প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: মিস্টার টকেটিভ, রচনা: রুম্মান রশীদ খান, পরিচালনা: আলোক হাসান, অভিনয়ে: শামীম হাসান সরকার, চমক প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: প্রেম, রচনা ও পরিচালনা: সাজিন আহমেদ বাবু, অভিনয়ে: ইয়াশ রোহান, সারিকা সাবাহ প্রমুখ।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: চাকরি নয় চাকর, গল্প: আব্দুল্লাহ আল মামুন, চিত্রনাট্য: শিহাব শাহীন ও জাহান সুলতানা, পরিচালনা: শিহাব শাহীন। দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: ক্যান্সার পার্টনার, গল্প ভাবনা: মাসুমা মিথিলা, রচনা: শফিকুর রহমান শান্তনু, পরিচালনা: চয়নিকা চৌধুরী, অভিনয়ে: তারিন জাহান, নাাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওয়াদা। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশী, মাসুম বাশার, জয়রাজ, শিরিন আলম, হান্নান শেলী, পারভেজ, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: রেডিমেট ঝামেলা। রচনা: পাপ্পুরাজ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: জায়াপতি তেলেসমাতি। রচনা ও পরিচালনা: রুলীন রহমান। অভিনয়ে: মোশাররফ করিম, সারিকা সাবরিন, পারভেজ প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: আপন যে জন। রচনা ও পরিচালনা: শাহজাহান সৌরভ। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, আব্দুল্লাহ রানা প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ঈদ সেলামি, রচনা ও পরিচালনা: রাফাত মজুমদার রিংক, অভিনয়ে: জোভান, সামিরা খান মাহি, সমু চৌধুরী। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বিয়ে বাড়ি, পরিচালনা: মেহেদী হাসান হৃদয়, অভিনয়ে: মুশফিক ফারহান, সামিরা খান মাহি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঈর্ষা, রচনা: মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল, সামান্তা পারভেজ, সমু চৌধুরী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বাড়িঘর আপন পর, রচনা ও পরিচালনা: হানিফ সংকেত। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: দেয়াল, রচনা ও পরিচালনা: বি ইউ শুভ, অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল। 

বাংলাভিশন

ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নানা বাড়ি বরিশাল টু। রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে: কচি খন্দকার, নিলয় আলমগীর, জান্নাতুল নাঈম হিমি, আনোয়ার প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ফানিমুন। রচনা ও পরিচালনা: হাসিব হোসেন রাকিব। অভিনয়ে: নিলয় আলমগীর, মাহি প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: সাহারা মরুভূমি। রচনা ও পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে: সাবিলা নূর, মিশা সওদাগর, শফিক খান দিলু প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: উপেক্ষিত। রচনা মামনুর রশিদ তানিম। পরিচালনা: আলোক হাসান। অভিনয়ে: শাওন, সাফা কবির, আনন্দ খালেদ, শিখা মৌ প্রমুখ।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৬টায় প্রচার হবে একক নাটক: সুইট রিভেঞ্জ, পরিচালনায়: নজরুল হাসান, অভিনয়: ফারহানা, আন্নি মেককেইন্ড। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বকুলপুর, পরিচালনায়: কায়সার আহমেদ, অভিনয়: আজিজুল হাকিম, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, শ্যামল মাওলা, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হুমায়রা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: মাশরাফি জুনিয়র, পরিচালনায়: সাজ্জাদ সুমন, অভিনয়: সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, মিতুল রহমান, শহিদুল আলম সাচ্চু, রোজি সিদ্দিকী প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ছোবল, পরিচালনায়: সাগর জাহান, অভিনয়: জোভান, তানিয়া বৃষ্টি, তারিক আনাম। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: আমাদের গল্প। রাত সাড়ে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: গিরগিটি, পরিচালনায়: রায়হান খান, অভিনয়: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ভালোবাসার মূল্য কত, পরিচালনায়: সাইদ শাকিল, অভিনয়: অপূর্ব, সাবিলা নূর, আবদুল্লাহ রানা। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: একটাই প্রেম আমার, পরিচালনায়: মাহিদুর মহিম, অভিনয়: জোভান, কেয়া পায়েল।

চ্যানেল নাইন

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: হানিমুন প্যারা, পরিচালনা: আশরাফুল আলম বাবলু, অভিনয়ে: সেলিম রেজা, নিঝুম রাভিনা, চমক তারা, জাহিদ বাবুল প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: গালর্স হোস্টেল, পরিচালনা: শাহরুখ হোসাইন, অভিনয়: রেহনুমা মোস্তফা, মুনা, রিদি, আশিক খান প্রমুখ। রাত ৭টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বক্কর, পরিচালনা: সাগর জাহান, অভিনয়: মারজুক রাসেল, নাদিয়া নদী, চাষী ইসলাম, শামিমা নাজনীন, রোমেল প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মতি পাগলা, পরিচালনায়: তুহিন হোসেন, অভিনয়: মারজুক রাসেল, মাইমুনা মম প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: চাঁদ হাসে আরো আসে, পরিচালনায়: আরিফ খান, অভিনয়ে: সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া তানভীর, ডলি জহুর, দিলারা জামান, আফসানা মিমি প্রমুখ। ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সামথিং রং, পরিচালনায়: হাসান রেজাউল, অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ।

 

তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়