ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবে, কোথায় ফারহানের বিয়ে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১২:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২২
কবে, কোথায় ফারহানের বিয়ে?

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড নির্মাতা, অভিনেতা, গায়ক ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। আগামী ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন তারা।

প্রায় তিন বছর ধরে প্রেম করছেন ফারহান ও শিবানি। অনেকদিন ধরেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি ফারহানের বাবা স্বনামধন্য গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার ছেলের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে শোনা গিয়েছিল মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে ফারহান-শিবানির বিয়ের আনুষ্ঠান হবে। তবে জাভেদ আখতার জানান, ২১ ফেব্রুয়ারি ঘরোয়া পরিবেশে তাদের খান্ডালার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

তিনি বলেন, ‘হ্যাঁ, বিয়ে হচ্ছে। বিয়ের প্রস্তুতি চলছে। ওয়েডিং প্ল্যানাররা বিষয়টির তদারকি করছেন।’

শিবানি ডাণ্ডেকরকে নিয়ে জাভেদ আখতার বলেন, ‘সে খুবই চমৎকার মেয়ে। আমরা সবাই তাকে অনেক পছন্দ করি। সবচেয়ে বড় কথা ফারহান ও সে অনেক ভালো আছে, এটি খুবই আনন্দের বিষয়।’

২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ‘রক অন’ অভিনেতা। ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও তার পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়