ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিডনি পরীক্ষা করালেন মেসি

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিডনি পরীক্ষা করালেন মেসি

লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক :  লিওনেল মেসিকে মাঠে বমি করতে দেখেছেন অনেকেই। সেই সমস্যা নিয়ে বেশ কয়েকবার ডাক্তারের শরনাপন্নও হয়েছেন তিনি।

 

তবে বিষয়টিকে গুরুতর কিছু মনে হয়নি ডাক্তারদের কাছে। ডাক্তারদের বক্তব্য ছিল- চাপের কারণেই মেসির এমনটি হয়।



তবে গেল ডিসেম্বরে নতুন করে একটি সমস্যা দেখা দেয় আর্জেন্টাইন অধিনায়কের। জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে তলপেটে তীব্র ব্যাথা অনুভব করেন তিনি। আর এই ব্যাথা সাধারণত কিডনিতে পাথর হলে হয়ে থাকে। তাইতো তিনি আবারো ডাক্তারের শরনাপন্ন হয়েছেন।



এবার ডাক্তাররা তাকে কিডনি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। সে অনুসারে সোমবার ও মঙ্গলবার তিনি কিডনি পরীক্ষা করিয়েছেন। এ ছাড়াও আরো বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বিশ্বসেরা এই ফুটবলারকে।



তবে বুধবার থেকে মেসি তার নিয়মিত কাজকর্মে ফিরবেন। এদিন স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালে বার্সেলোনার হয়ে মাঠেও নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।



ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম লেগে তারা ৭-০ গোলে জিতেছিল। এক পা ফাইনালে রেখেই তারা বুধবার দ্বিতীয় লেগে মাঠে নামবে।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়