ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা-না.গঞ্জ রুটে বগি লাইনচ্যুতি: স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০২:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২০
ঢাকা-না.গঞ্জ রুটে বগি লাইনচ্যুতি: স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেনের বগি লাইনচ‌্যুতির ঘটনায় এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে চারটি বগির মধ‌্যে একটি বগি উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ট্রেনের চারটি বগি লাইনচ‌্যুত হয়। নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা রাইজিংবিডিকে জানান, লাইনচ্যুত হওয়া চারটি বগির মধ্যে রাত আটটায় একটি বগি উদ্ধার করে নারায়ণগঞ্জ রেল স্টেশনে আনা হয়েছে। বাকি তিনটি বগি উদ্ধারের চেস্টা চলছে। আশা করি রাতের মধ্যে বাকি তিনটি বগি উদ্ধার করে ক্ষতিগ্রস্ত হওয়া ট্রেন লাইন মেরামত করা সম্ভব হবে। 

এ কাজের তদারকি করতে ঢাকা রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ, ট্রাফিক বিভাগসহ উদ্ধার কাজের অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পাশাপাশি তারা দুর্ঘটনাটি কী করে ঘটলো সে বিষয়টিও তদন্ত করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে চলাচলকারী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বিকেলে উদ্ধার টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত একটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ