ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই মুখবিশিষ্ট গরু (ভিডিও)

রাশিদা নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই মুখবিশিষ্ট গরু (ভিডিও)

রাশিদা নূর : গরু আমাদের অতিপরিচিত একটি প্রাণী। বিশ্বের প্রায় সর্বত্র এই প্রাণীটি দেখা যায়। কিন্তু সম্প্রতি এমন একটি গরুর সন্ধান মিলেছে যা সাধারণ গরু থেকে একটু ভিন্ন। দুই মুখ বিশিষ্ট এই গরুর ভিডিও ইন্টারনেটে ভাইরালও হয়েছে।

ভিডিও ক্লিপটি প্রথম প্রকাশিত হয়, লাইভ লিক নামের একটি ওয়েবসাইটে, যা ৭০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

গরুটি দেখতে কিছুটা অন্য রকম মনে হলেও এর উভয় মুখই সচল এবং সমানভাবে কাজ করে। কেননা, ভিডিও ক্লিপে দেখা যায় গরুটি উভয় মুখ দিয়ে ঘাস খাচ্ছে।

তবে দুই মুখ বিশিষ্ট গরুর এই ভিডিও কখন, কোথায় ধারণ করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভিডিওটি মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে ধারণ করা। কেননা, ভিডিও ক্লিপে আরবি কথোপকথন শোনা যায়।

এর আগে কাজাখাস্তানে দুই মাথাবিশিষ্ট একটি ছাগল ছানার জন্ম হয়েছিল। সেটির অবশ্য আলাদা মুখ, নাক ও চোখ ছিল। অবশ্য ছাগল ছানাটি বেশি দিন বাঁচেনি। জন্মের মাত্র কয়েকদিনের মাথায় মারা গেছে সেটি। কিন্তু এক মাথায় দুই মুখ বিশিষ্ট কোনো গবাদিপশু সম্ভবত এটিই প্রথম। ভিডিও ক্লিপ থেকে গরুটির বয়স কয়েক বছর বলে মনে হয় এবং সুস্থভাবেই বেঁচে আছে এটি।

ভিডিও…

তথ্যসূত্র: দ্য মিরর

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি, ২০১৭/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়