ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দিল বসুন্ধরা খাতা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৩ জুন ২০২২   আপডেট: ২০:১৬, ২৩ জুন ২০২২
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দিল বসুন্ধরা খাতা

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের উদ্যোগে ভিউ ফাউন্ডেশনের (ভিজুয়ালি ইম্পায়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার) সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বসুন্ধরা খাতা ব্রেইল বই ডোনেশন প্রোগ্রাম’ আয়োজিত হয়।

অনুষ্ঠানে ব্রেইল প্রিন্টিং পদ্ধতিতে তৈরি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বাংলা সহপাঠ, বাংলা সাহিত্যপাঠ ও ইংলিশ ফর টুডে বই বিতরণ করা হয়েছে।

‘বসুন্ধরা খাতা ব্রেইল বই ডোনেশন প্রোগ্রাম’ এর আয়োজন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি সোহরাব হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব ডিভিশন (সেলস) গোলাম সারওয়ার নওশাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ন্যাশনাল সেলস) রাজু আহমেদ, ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলি চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়