ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারিনের ২৮ মিনিটের শোতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২২  
নারিনের ২৮ মিনিটের শোতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

মাত্র ২৮ মিনিট ক্রিজে ছিলেন। খেললেন ১৬ বল। কিন্তু স্বল্প সময়ে ব্যাটিংয়ে থেকে যে কীর্তি গড়েছেন সুনীল নারিন তা করে দেখাতে পারেনি অন্য কেউ।

বিপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার। মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান বাঁহাতি ব্যাটসম্যান। ১৬ বলের ক্যামিওতে করেন ৫৭ রান। ৫ চার ও ৬ ছক্কায় এলোমেলো করে দেন রেকর্ড বুক।

আরো পড়ুন:

এর আগে, পাকিস্তানের মোহাম্মদ শাহজাদ বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি পেয়েছিলেন। নারিন তার থেকে ৩ বল কম খেলেই গড়েন নতুন রেকর্ড। বিপিএলে ১৮ বলে ফিফটির রেকর্ড আছে রহমতউল্লাহ গুরবাজ, সেকুগে প্রসন্নর।

একটুর জন্য তার বিশ্ব রেকর্ড গড়া হয়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ বলে ফিফটি আছে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরতউল্লাহ জাঝাইয়ের। আফিফের বলে নারিন ইনিংসের একমাত্র সিঙ্গেলটি নিয়েছিলেন সেটা বাউন্ডারিতে রূপ দিতে পারলেই বিশ্ব রেকর্ড হয়ে যেত।

তবে দ্বিতীয় দ্রুততম ফিফটি পাওয়া কম কিসের। পাশাপাশি এটি তার দ্রুততম ফিফটিও। এর আগে ১৫ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন কলকাতার হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে।

ইয়াসিন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়