ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বান্দরবানে চলতি বছরে ৭৪ অগ্নিকাণ্ড

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৩ ডিসেম্বর ২০২০  
বান্দরবানে চলতি বছরে ৭৪ অগ্নিকাণ্ড

ফাইল ছবি

বান্দরবান জেলার সাতটি উপজেলায় চলতি বছরে ৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকারিভাবে সাড়ে ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে বেসরকারিভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৫ কোটি টাকা বলে দাবি ভুক্তভোগীদের।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দীন ভূইয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বান্দরবানে গত বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক বছরে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ৩৬ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে দমকলকর্মীদের চেষ্টায় অগ্নিকাণ্ডের ধংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ।

স্থানীয় সাংবাদিক কৌশিক দাশ বলেন, ‘ফায়ার সার্ভিসের তথ্য সঠিক নয়। আমাদের প্রাপ্ত তথ্য মতে চলতি বছরে জেলায় অগ্নিকাণ্ডে ক্ষতি কয়েকগুন বেশি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, চলতি বছরে বান্দরবান জেলায় সড়কসহ অন্যান্য দুর্ঘটনায় ঘটেছে ১৫টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন, নিহত হয়েছেন চার জন। তবে বেসরকারী হিসাবে নিহতের সংখ্যা অন্তত ১৫ জন।

গত ২৯ জানুয়ারি জেলার রোয়াংছড়ি বাজারে একটি বসত ঘর ও সাতটি দোকান আগুনে পুড়ে যায়। জেলায় সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২৭ এপ্রিল। এদিন থানচি বাজারে আগুনে ২০৫টি দোকান পুড়ে যায়, এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 

অন্যদিকে গত ২১ আগস্ট জেলা শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২২টি বার্মিজ পণ্যের দোকান। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। গত ৫ নভেম্বর ভোরে থানচির মিয়ানমার সীমান্তবর্তী বড়মদক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দীন ভূইয়া বলেন, ‘অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় মানুষের সচেতনতা আরও বাড়াতে হবে। আর সচেতনতা বাড়লেই দুর্ঘটনা কমে আসবে।’

এস বাসু দাশ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়