ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেনাপোলে ভারতফেরত যাত্রীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২৩ জানুয়ারি ২০২৩  
বেনাপোলে ভারতফেরত যাত্রীর করোনা শনাক্ত

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত অভিজিৎ সিকদার (১৩) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিল টুরিস্ট ভিসায়।

সোমবার বিকেলে ভারত ইমিগ্রেশনের কাজ শেষে বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগে। পরে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং তার করোনা ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, ‘অভিজিৎ সিকদার নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। পরে তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়