ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ১৫:২২, ২৯ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লিটার মদ, ১৭ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ৬ কেজি গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তারের পাশাপাশি এ সময় চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব ও বিজিবির সদস্যরা।

গ্রেপ্তার ব‌্যক্তিরা বিপুল পরিমাণ এইসব মাদক দ্রব্যসহ জেলা সদরের পৌর এলাকার হরিজন কলোনি, আখাউড়া উপজেলা, বিজয়নগর উপজেলার ও কসবা উপজেলার বিভিন্নস্থানে অভিযানের সময় আটক হন।

শনিবার র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার হরিজন কলোনি থেকে ৭০ লিটার মদসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মদন দেবনাথ, অশোক কুমার মল্লিক, বড়দা ঋষি, ভবতোষ ঋষি, অনিল ঋষি, চন্দন ঋষি, শরীফ মিয়া, সাইদুল ইসলাম, শংকর ঋষি, কাজী নজরুল।

অপরদিকে বিজিবির ২৫ ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে বিজিবির সদস্যরা জেলার আখাউড়া উপজেলার কল্যানপুর এলাকা থেকে তিন কেজি গাঁজা এবং ১৭ বোতল ফেনসিডিলসহ সুজন চন্দ্র দাস (২২), একই উপজেলার রাজাপুর এলাকা এবং আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল স্কফ সিরাপ, আখাউড়া উপজেলার খলাপাড়া এলাকা থেকে ২৬ বোতল স্কফ সিরাপ ও ২টি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী সাদির মিয়াকে (২২) আটক করা হয়। ওইদিন একইসময় বিজয়নগর উপজেলার মহেশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল স্কফ সিরাপ এবং কসবা উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি ৭০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী রনি ভুইয়াকে (২০) গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বিজয়নগর, কসবা ও আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মাইনুদ্দীন রুবেল/সাজেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়