Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫১

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ১৬ জুলাই ২০২১  
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫১

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। 

শুক্রবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২দিকে সিভিল কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, করোনা পরীক্ষার জন্য ১৫১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠনোর পর প্রাপ্ত ফলাফলে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন, সাটুরিয়া ও ঘিওর উপজেলায় ৫ জন করে, দৌলতপুর উপজেলায় ১ জন, শিবালয় ৬ জন হরিরামপুর উপজেলায় ১২ জন, সিংগাইর উপজেলায় ১৮ জন রয়েছেন।  এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৮ জনে। এদের মধ্যে ২ হাজার ৫০৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও নজি বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

/চন্দন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়