ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হলেন অভিনেত্রী অসিন

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ২৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মা হলেন অভিনেত্রী অসিন

অসিন

বিনোদন ডেস্ক : মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী অসিন থত্তুমকাল। ২৪ অক্টোবর কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। গত বছর জানুয়ারিতে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে বিয়ে হয় এ অভিনেত্রীর। অসিন-রাহুল দম্পতির প্রথম সন্তান এটি।

অসিনের গর্ভবতী হওয়ার খবরটি গোপনেই রেখেছিলেন এ দম্পতি। তবে মঙ্গলবার মা হওয়ার খবরটি জানান তারা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাহুল শর্মা লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে আমাদের ঘর আলো করে পরীর মতো একটি কন্যা সন্তান এসেছে। গত নয় মাস আমাদের দুজনের জন্যই বিশেষ এবং রোমাঞ্চকর ছিল। আমরা সকল শুভান্যুধায়ীকে এবং যারা আমাদের জীবনের অংশ তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

তবে এ জুটির সন্তানকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন অক্ষয় কুমার। অসিন ও রাহুল শর্মার বেশ ভালো বন্ধু এ অভিনেতা। তাদের বিয়ের পেছনে অবদান রয়েছে অক্ষয়ের। টুইটারে অসিনের মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘এটি এমন আনন্দ যার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তাদের ছোট পরীর আগমনে প্রিয় বন্ধু অসিন ও রাহুল শর্মাকে অভিনন্দন।’

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন অসিন। এই অভিনেত্রী আটটি ভাষায় কথা বলতে পারেন। আমির খানের বিপরীতেগজনি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অসিনের। বলিউডে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো গজনি, রেডি, লন্ডন ড্রিমস, হাউজফুল টু, বোল বচ্চন ইত্যাদি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অল ইজ ওয়েল



রাইজিংবিডি/ঢাকা/২৫ অক্টোবর ২০১৭/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়