ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সদরঘাটের টাইগার

প্রকাশিত: ১১:২৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সদরঘাটের টাইগার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। সম্প্রতি তিনি ‘সদরঘাটের টাইগার’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এর নাম ভূমিকায় তাকে দেখা যাবে। সুমন আনোয়ারের পরিচালনায় নির্মিত এই সিরিজটি আসছে ওয়েব প্লাটফর্মে।

‘সদরঘাটের টাইগার’–এ শ্যামল মাওলার বিপরীতে লাইলী চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ। গল্পে দেখা যাবে, সদরঘাটের এক শ্রমিক টাইগার যে ডকওয়াটে কাজ করে। টাইগার লাইলীকে ভালোবাসে। লাইলী পতিতা। তাদের মধ্যে প্রেম হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘সদরঘাটের টাইগার’ সুন্দর একটি গল্পে নির্মিত হয়েছে। পুরান ঢাকার বিভিন্ন রিয়েল লোকেশন ছাড়াও সদরঘাটে শুটিং করা হয়েছে। দুর্দান্ত গল্প আর অনন্য উপস্থাপনার জন্যে দর্শক দারুণভাবে উপভোগ করবেন বলে আমি আশাবাদী।’

‘সদরঘাটের টাইগার’ ছাড়াও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন শ্যামল মাওলা। পাশাপাশি কয়েকটি খণ্ড নাটকের শুটিংও শেষ করেছেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন।


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়