ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে রেকর্ড রাজস্ব আদায়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাই হ্রদে রেকর্ড রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কাপ্তাই হ্রদে গত অর্থবছরে রেকর্ড ১০ কোটি ৬১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা হ্রদ সৃষ্টির পর সর্বোচ্চ।

এর আগের ২০১৪-১৫ অর্থ বছরে ৯ কোটি ৩৫ লাখ টাকা আয় হয়। আর ২০১৩-১৪ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৩৪ লাখ টাকা।

আর চলতি ২০১৬-১৭ অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ৮ কোটি ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। অর্থ-বছর শেষে রাজস্ব আদায়ে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই হ্রদের মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক কমান্ডার মাইনুল ইসলাম।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতায় রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক কমান্ডার মাইনুল ইসলামের বদলি উপলক্ষে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য তুলে ধরেন। রোববার রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিদায় উপলক্ষে মতবিনিময়ে কমান্ডার মাইনুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয় বিদ্যুত উৎপাদনের জন্য। আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে আরো বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় কি না? এর জন্য প্রয়োজনে আরো ২-৩টি টারবাইন বসানো যেতে পারে কি না তাও বিবেচনা করা যায়।

তিনি বলেন, কাপ্তাই হ্রদ থেকে পর্যাপ্ত পরিমাণে মৎস্য আহরণ সম্ভব। পর্যটন শিল্প বিকাশের জন্য  হ্রদকে ঘিরে বিভিন্ন পর্যটন স্পট, ক্যাবল কার, নৌ-বোটসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ জানুয়ারি ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়