ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বামীর সাথে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৬, ২৫ অক্টোবর ২০২০  
স্বামীর সাথে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

স্বামী শুকুর আলীকে তার চায়ের দোকানে সহযোগিতা করতেন স্ত্রী নিহারা খাতুন (৪০)। রাতে চায়ের দোকান বন্ধ করে একসাথে বাড়িতে ফিরছিলেন তারা। রাস্তার পাশ দিয়ে যাবার সময় কিছু বুঝে ওঠার আগে চলন্ত একটি ট্রাক রাস্তার একপাশে কাত হয়ে পড়ে। আর সেই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নিহারা খাতুন।

দুর্ঘটনাটি পাবনার চাটমোহর উপজেলার জারদিস মোড়-হান্ডিয়াল সড়কের চরপাড়া বিশিপাড়া এলাকায় ঘটে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। নিহত নিহারা খাতুনের বাড়ি উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া বিশিপাড়া গ্রামে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সাহেব বাজার থেকে চায়ের দোকান বন্ধ করে রাস্তার একপাশ ধরে বাড়ি ফিরছিলেন চা বিক্রেতা শুকুর আলী ও তার স্ত্রী নিহারা খাতুন। এ সময় পাবনা থেকে পঞ্চগড় যাচ্ছিল চাল, ডাল, আটা বোঝাই একটি ট্রাক (পাবনা-ট ১১-০৩৯৬)। ট্রাকটি জারদিস মোড়-হান্ডিয়াল সড়কের চরপাড়া বিশিপাড়া এলাকায় পৌঁছামাত্র ট্রাকের একটি চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে কাত হয়ে পড়ে।

এতে শুকুর আলী বেঁচে গেলেও কাত হয়ে পড়া সেই ট্রাকের নিচে চাপা পড়েন গৃহবধূ নিহারা খাতুন। পরে স্থানীয় লোকজন ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহারা খাতুনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

শাহীন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়