ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ২৫ শ্যালো মেশিন ধ্বংস 

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ মার্চ ২০২১  
হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ২৫ শ্যালো মেশিন ধ্বংস 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দারাগাঁও চা বাগান এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের অভিযোগে ২৫টি শ্যালো মেশিন ও ৮ হাজার ২শ’ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে ৩৪ হাজার ৫০০ ঘন মিটার সিলিকা বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার আট নম্বর সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগানের নিকস্থ অ-ইজারাকৃত জমি ও নালা থেকে এলাকার কিছু বালু ব্যবসায়ী শ্যালো মেশিনের মাধ্যমে বালু তুলে আসছিলেন। এতে চা বাগান, কৃষি জমি ও স্থাপনা ভাঙ্গনের কবলে পড়ে। ভুক্তভোগীরা একাধিকবার বালু তোলা বন্ধের দাবি জানালেও কাজ হচ্ছিল না।

বিষয়টি জানতে পেরে ইউএনও’র নেতৃত্বে পুলিশ সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান করে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, জব্দ করা ৩৪ হাজার ৫০০ ঘন মিটার সিলিকা বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।

এ সময়, তিনি অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।

মামুন চৌধুরী/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়