ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হরতালে নোয়াখালীতে মিছিল, গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৮ মার্চ ২০২১  
হরতালে নোয়াখালীতে মিছিল, গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা 

নোয়াখালী জেলা শহর মাইজদী ও বাণিজ্যিক শহর চৌমুহনীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড  মিছিল বের করেছে।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে জেলাজুড়ে এমন চিত্র দেখা গেছে।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ, একলাশপুর, চৌমুহনী, জমিদারহাট, সেবারহাটসহ কয়েকটি স্থানে সড়কের টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ও ইট ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এছাড়া, হরতাল চলাকালে জেলার অন‌্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার আরও জানান ,হরতাল সমর্থনকারীরা যেখানে যেখানে গাছের গুঁড়ি ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী তা সরিয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হরতাল চলাকালে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ সড়কসমূহে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। যান চলাচল স্বাভাবাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম।

সুজন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়