ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যাপের দরদাম

মহিউল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাপের দরদাম

মডেল: নিশা, তুর্য ও শিমুল, ছবি: অপূর্ব খন্দকার

মহিউল ইসলাম: একটা সময় ছিল যখন মাথায় চুল না থাকলে কিংবা কিঞ্চিৎ থাকলে ব্যবহার করা হতো ক্যাপ। কিন্তু বর্তমানে অনেকেই ঠাণ্ডা ও গরমের হাত থেকে মাথাকে রক্ষা করার পাশাপাশি ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করে থাকেন ক্যাপ। চলুন এবার জেনে নেওয়া যাক ঢাকার বাজারে ক্যাপের দরদাম।

 

সাধারণত ক্যাপ হিসেবে ঢাকার বাজারে বেগি ক্যাপই বেশি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের ফুটপাত থেকে শুরু করে গুলিস্তান, নিউমার্কেট, গুলশান, বনানী, উত্তরা সহ বিভিন্ন এলাকার শপিংমলের দোকানগুলোতে টি-শার্ট জিন্সের সঙ্গে পাওয়া যাচ্ছে বেগি ক্যাপ। দামও খুব বেশি না। ১২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে বিভিন্ন ডিজাইনের বেগি ক্যাপ। দামের এই পার্থক্য নির্ভর করবে ক্যাপের কাপড়ের ওপর।

 

মূলত ষাটের দশকে বিপ্লবী নেতা চে গুয়েভারা ক্যাপ পড়ে তরুণদের মধ্যে এটি জনপ্রিয় করে তুলেছিলেন। বিপ্লবী এই নেতার প্রতীকী ক্যাপ পছন্দ অনেক তরুণেরই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনের এক দোকানির কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, বেশ কদর রয়েছে চে-ক্যাপের। দাম জানতে চাইলে তিনি জানান, ২০০ টাকা। তবে দরদাম করলে একটু কমে পেয়ে যেতে পারেন এই ক্যাপ।

 

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট ক্যাপের একটু আলাদাই কদর রয়েছে ক্রেতাদের কাছে। বর্তমানে বাংলাদেশ-ভারত সিরিজের কারণে এই ক্যাপ বেশ বিক্রি হচ্ছে। বসুন্ধারা সিটি শপিং মলে পাওয়া যাবে ৫০০ থেকে হাজার টাকা দামের মধ্যে। নিউমার্কেটের দোকানগুলোতে ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে মিলবে বিসিবির লোগো সংবলিত ক্যাপ।

 

বর্তমানে ক্যাপের পাশাপাশি হ্যাটের চাহিদাও কম নয়। বিভিন্ন রকমের হ্যাট মিলবে বাজারে গেলেই। তার মধ্যে কাউবয় হ্যাট একটু বেশিই জনপ্রিয়। বিশেষ করে গরমে ট্রাভেলিংয়ে যারা বের হচ্ছেন তারা প্রায়শই ব্যবহার করছেন হ্যাট। ডিজাইন এবং কাপড়ভেদে হ্যাট মিলবে ২০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়