ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেনে নিন চোখের রঙ কী বলছে আপনার সম্পর্কে

তাসনিম পৃথ্বী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ১৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেনে নিন চোখের রঙ কী বলছে আপনার সম্পর্কে

প্রতীকী ছবি

তাসনিম পৃথ্বী : চোখকে বলা হয় মনের জানালা। চোখের নাকি লেখা থাকে সবই। এর কারণ বোধহয় চোখের রঙ, যা কারো ব্যক্তিত্বকে প্রকাশ করে। চোখ নিয়ে রয়েছে অনেক ধরনের প্রচলিত কথা ‘রাগ চোখে এসে ধরা দেয়’ কিংবা বিখ্যাত কোনো গানের লাইন ‘চোখ যে মনের কথা বলে’।

 

সত্যিই তাই। মানুষের আবেগ ভালোবাসা রাগ কষ্ট সবটাই চোখের মাঝে ফুটে ওঠে। চার্লস ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গেছে, বাদামি বা হ্যাজেল চোখের মানুষেরা অনেক বেশি বিশ্বাসী হয় এবং অনেক বেশি আকর্ষণীয় হয়।

 

তাহলে চলুন এবার জেনে নেই আপনার চোখ আপনাকে নিয়ে কী বলে?

 

ধূসর বর্ণ বা গ্রে চোখ: ধূসর বর্ণের চোখের অধিকারীরা কম আক্রমনশীল হয়, তারা নমণীয় হয় এবং বুদ্ধিমান হয়। এরা প্রবল অনুভূতিশীল হয় এবং কথা কম বলে কাজে করে দেখাতে বিশ্বাসী। নিজের চিন্তা ভাবনার ব্যাপারে খুবই স্পষ্ট এবং স্বচ্ছ হয়ে থাকে।

 

হ্যাজেল বা পিঙ্গল বর্ণ চোখ: শালীনতা এবং সৌন্দর্যের মিশেল! এরা আমোদপ্রিয় হয়। এরই সঙ্গে স্বাধীন, সাহসী এবং রোম্যান্টিক! যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে এরা বেশ পারদর্শী। এদের আরো একটি গুণ হল এরা খুবই স্বতঃস্ফুর্ত।

 

গাঢ় বাদামী বা ডীপ ব্রাউন চোখ: এরা বিশ্বাসী, আকর্ষণীয়, কনফিডেন্ট এবং ভালোবাসার যোগ্য। বলা যায় সব ভালো মানুষের গুণাবলী এদের মধ্যে রয়েছে। প্রকৃতি ভালোবাসে। প্রয়োজনের সময় এরা অনেক কঠিন হতে পারে।

 

কালো চোখ: দায়িত্ব সম্পন্ন এবং আবেগপ্রবণ। কালো চোখের অধিকারীদের বলা যায়, এরা সহজে হতাশ হয় না, বেশ আশাবাদী হয়ে থাকে। নিজেকে প্রমাণ করার জন্য সদা প্রস্তুত থাকে। নিজের সম্পর্কে কম কথা বলে। অনেকে আধ্যাত্বিক বিষয় নিয়ে ভেবে থাকে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়