সবচেয়ে বাজে সিনেমা ‘ফিফটি শেডস’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর’
মারুফ খান || রাইজিংবিডি.কম
বিনোদন ডেস্ক : বাজে সিনেমার দুর্নাম এবার আর কাউকে একা পেতে হয়নি। ২০১৫ সালের সবচেয়ে বাজে সিনেমার দুর্নাম জুটেছে রোমান্টিক সিনেমা ফিফটি শেডস অব গ্রে এবং সুপারহিরোদের সিনেমা ফ্যান্টাস্টিক ফোর’র ভাগ্যে।
গত ২৭ ফেব্রুয়ারি, শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসরে প্যালাস থিয়েটারে বসেছিল ‘গোল্ডেন রাসবেরি’ অর্থাৎ ‘রেজি অ্যাওয়ার্ডের’ আসর। হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার অ্যাওয়ার্ডকে ব্যঙ্গ করে বছরের বাজে সিনেমাগুলোকে পুরস্কৃত করা হয় এ অনুষ্ঠানে। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এ অ্যাওয়ার্ডে বিজয়ীদের প্রদান করা হয় সোনালী রঙের প্রলেপ দেওয়া ট্রফি।
২০১৫ সালের ভ্যালেন্টাইন ডে তে মুক্তি পাওয়া ফিফটি শেডস অব গ্রে বক্স অফিসে তুলে নিয়েছিল ১৬৬.২ মিলিয়ন মার্কিন ডলার। এবারের আসরে পুরস্কারের দিক থেকে এগিয়ে রয়েছে এ সিনেমাটি। সর্বাধিক পাঁচটি শাখায় পুরস্কার জিতেছে এ সিনেমাটি। বাজে সিনেমার পাশাপাশি বাজে চিত্রনাট্য, অভিনেতা (জেমি ডর্নান), অভিনেত্রী (ডাকোটা জনসন) এবং বাজে জুটির খেতাবের দুঃখ পেতে হয়েছে সিনেমাটির শিল্পী এবং কলাকুশলীদের।
অন্যদিকে ফ্যান্টাস্টিক ফোর বাজে সিনেমার পাশাপাশি জিতেছে বাজে রিমেক এবং বাজে পরিচালকের (জস ট্র্যাঙ্ক) দুর্নাম। গত বছর মুক্তির পরপরই বক্স অফিসে মুখ থুবরে পড়েছিলে সিনেমাটি। ১২০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছিল ৫৬.১ মার্কিন ডলার।
গত বছর দ্য ফিওরি অব এভরিথিং-এর জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন এডি রেডমেন। তবে এবার ভাগ্যের দেবতা তার পক্ষে ছিলেন না। জুপিটার অ্যাসেন্ডিং সিনেমার জন্য বাজে পার্শ্ব অভিনেতার দুর্নাম জুটেছে তার ভাগ্যে। দ্য বিগ ব্যাং থিওরি খ্যাত কেলি কুকো পেয়েছেন বাজে পার্শ্ব অভিনেত্রীর ট্রফি। অ্যালভিন এবং চিপমান্ক ফোর: রোড চিপ অ্যান্ড দ্য ওয়েডিং রিংগার সিনেমায় অভিনয়ের জন্য এ দুর্নাম জুটেছে তার।
রেজি রেডিমের ট্রফি জিতেছেন জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের ভাগ্যে। ক্রিড সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এ পুরস্কার পান সে সকল তারকা যারা বিগত বছরে রেজি অ্যাওয়ার্ড পেয়েছে এবং বর্তমানে ভালো অভিনয় করে খ্যাতি পাচ্ছেন। এর আগে ১০বার রেজি অ্যাওয়ার্ড জুটেছে সিলভেস্টার স্ট্যালনের ভাগ্যে। তবে এবার সে দুঃখ পেতে হয়নি তাকে। ২৮ ফেব্রুয়ারি রাতে বসবে অস্কার অ্যাওয়ার্ডের আসর। ধারণা করা হচ্ছে সেরা পার্শ্ব অভিনেতার ট্রফিটা উঠবে স্ট্যালনের হাতে।
চলুন এক ঝলকে দেখে নিই ৩৮তম রেজি আওয়ার্ডের সম্পূর্ণ তালিকা।
বাজে সিনেমা (যৌথভাবে) : ফ্যান্টাস্টিক ফোর এবং ফিফটি শেডস অব গ্রে
বাজে অভিনেতা : জেমি ডর্নান (ফিফটি শেডস অব গ্রে)
বাজে অভিনেত্রী : ডাকোটা জনসন (ফিফটি শেডস অব গ্রে)
বাজে পার্শ্ব অভিনেতা : এডি রেডমেন (জুপিটার অ্যাসেন্ডিং)
বাজে পার্শ্ব অভিনেত্রী : কেলি কুকো, অ্যালভিন এবং চিপমান্ক ফোর: রোড চিপ অ্যান্ড দ্য ওয়েডিং রিংগার
বাজে সিক্যুয়েল : ফ্যান্টাস্টিক ফোর
বাজে জুটি : জেমি ডর্নান এবং ডাকোটা জনসন (ফিফটি শেডস অব গ্রে)
বাজে পরিচালক : জোস ট্রাঙ্ক (ফ্যান্টাস্টিক ফোর)
বাজে চিত্রনাট্য : ফিফটি শেডস অব গ্রে
রেজি রেডিমের অ্যাওয়ার্ড : সিলভেস্টার স্ট্যালন
রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৬/মারুফ
রাইজিংবিডি.কম