২৫ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য ক্রয়ের সুবিধা
এএম || রাইজিংবিডি.কম
সংবাদ সম্মেলনে উপস্থিত ওয়ালটনের কর্মকর্তারা
অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, ১১ ফেব্রুয়ারি : ওয়ালটন ব্র্যান্ডের পণ্য এখন সর্বোচ্চ ২৫ মাসের কিস্তিতে কেনার সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এর আগে সর্বোচ্চ ১৮ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা ছিল। নতুন এই সুবিধা কার্যকর হয়েছে গত ৩ ফেব্রুয়ারি থেকে। এখন থেকে সারা দেশে ওয়ালটন প্লাজায় এই সহজ কিস্তি সুবিধা পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, হোম অ্যাপ্লায়েন্সের মতো ছোট ইলেকট্রনিকস পণ্যসামগ্রী একমাত্র ওয়ালটন-ই কিস্তিতে কেনার সুবিধা দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে আর বি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন। মতিঝিলের প্রিন্টার্স বিল্ডিং মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে বলা হয়, নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকরা যাতে ওয়ালটন পণ্য ব্যবহার করতে পারেন, সে জন্যই এই সহজ কিস্তির ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর শফিউল্লাহ লিটন ও আল মাহফুজ খান এবং একই বিভাগের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ওবায়দুল মোর্শেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওয়ালটন ব্র্যান্ডের পণ্যসামগ্রী যাতে দেশের স্বল্প আয়ের মানুষ কিনতে পারেন অথবা ব্যবহার করতে পারেন প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা; সে জন্যই এই সহজ কিস্তির ব্যবস্থা । সর্বনিম্ন ২০% ডাউন পেমেন্টে এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্যে চার মাস অর্থাৎ ১২০ দিনের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা থাকছে।
সেই সঙ্গে স্বল্প লাভে সর্বোচ্চ ২৫ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা দিচ্ছে ওয়ালটন। কিস্তিতে পণ্য বিক্রির ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠান যেখানে মোট টাকার ওপর লভ্যাংশ নিয়ে থাকে, সেখানে একমাত্র ওয়ালটন-ই এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) থেকে ডাউন পেমেন্ট বাদ দিয়ে স্বল্প লভ্যাংশ নির্ধারণ করে থাকে।
তবে সর্বোচ্চ ২৫ মাসের সহজ কিস্তিতে পণ্য কিনতে হলে ক্রেতাকে কিছু শর্ত পালন করতে হবে। পণ্য ক্রয়ের আগে এ ব্যাপারে ক্রেতারা ওয়ালটন প্লাজা থেকে বিস্তারিত জানতে পারবেন।
রাইজিংবিডি / প্রতিবেদক / এএম / আবু মো.
রাইজিংবিডি.কম