বইমেলায় ‘নোটবুকে কাদের মোল্লা হাতকড়া টু ফাঁসির দড়ি’
মেহেদী || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : তরুণ সাংবাদিক আহমেদ আল আমীন লেখালেখি করছেন ছোটবেলা থেকেই। এ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা বহু গল্প-কবিতা ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় শুরু থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছেন ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের বিভিন্ন ঘটনা। এর মধ্যে রয়েছে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিচারও। সেসব ঘটনাই তুলে এনেছেন নিজের লেখা বইয়ে। সুনির্দিষ্টভাবে কাদের মোল্লার পুরো বিচার প্রক্রিয়া নিয়ে লিখেছেন-‘নোটবুকে কাদের মোল্লা হাতকড়া টু ফাঁসির দড়ি’ নামের একটি বই। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।নন্দিত থেকে প্রকাশিত এ বইটি একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টলে। বইটির মূল্য ১৩৫ টাকা।
আহমেদ আল আমীন
বইয়ে কাদের মোল্লার গ্রেফতার, তার কারাগারে যাওয়া ও অবস্থান, বিচার, কাদের মোল্লা ও হযরত আলীর কন্যার জবানবন্দি, ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের রায়, কাদের মোল্লার ‘ভি’ চিহ্ন, গণজাগরণ মঞ্চের উত্থান, ট্রাইব্যুনাল আইন সংশোধন, ফাঁসি কার্যকর নিয়ে সৃষ্টি হওয়া নাটকীয়তা, কাদের মোল্লার শেষ কথা ও দাফনসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় উঠে এসেছে।
বইয়ের পরিশিষ্ট অংশে কাদের মোল্লার ফাঁসি নিয়ে কয়েকটি পত্রিকার সম্পাদকীয় তুলে ধরা হয়েছে। লেখক নির্মোহভাবে বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেছেন।
মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে গবেষণার ক্ষেত্রে গবেষকদের সংগ্রহে রাখার মতো বই ‘নোটবুকে কাদের মোল্লা হাতকড়া টু ফাঁসির দড়ি’।
রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৫/মেহেদী/রফিক
রাইজিংবিডি.কম