ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছেলের নির্যাতনে অতিষ্ট বাবা জীবনের নিরাপত্তা চান

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:৩৯, ২০ অক্টোবর ২০২০
ছেলের নির্যাতনে অতিষ্ট বাবা জীবনের নিরাপত্তা চান

জামালপুরে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকির মুখে অতিষ্ট বাবা জীবনের নিরপত্তা চেয়ে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ছেলে জাকির হোসেন জুয়েলের বিরুদ্ধে এসব অভিযোগ করেন সাইদুর রহমান দুদু নামে এক পল্লী চিকিৎসক। 

তিনি তার লিখিত অভিযোগ করার সময় কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমি একজন হতভাগা বাবা অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ করতে বাধ্য হয়েছি। ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এইচএসসি পাশ করার পর ঢাকায় প্রাইভেট ইউনিভাসিটিতে ভর্তি করি। ঢাকায় লেখাপড়া করার সময় লোকজনকে চাকরি ও বিদেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দুবাই চলে যায় আমার ছেলে। আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সে। ছেলের প্রতারণার শিকার ভুক্তভোগী লোকজন আমিসহ আমার পরিবারের ওপর টাকার জন্য চাপ দিলে র্দীর্ঘদিন পালিয়ে বেড়িয়ে মানবেতর জীবন-যাপন করতে হয় আমাকে। এসময় নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে আমার স্ত্রী ফাতেমা বেগম মৃত্যুবরণ করে। ’ 

তিনি আরও বলেন, ‘ছেলের টাকা আত্মসাতের কারণে জামালপুর ও পাবনায় দায়ের হওয়া প্রতরণার মামলায় ছেলে জুয়েলের সঙ্গে আমিও আসামি হই। ওই মামলায় জামালপুর ও পাবনায় আমাকে জেল খাটতে হয়। পরে আমার দোকান, মার্কেট ও কৃষি জমি বিক্রি করে আংশিক টাকা পরিশোধ করি। দুবাই থেকে ফিরে এসে ফের মানুষ ঠকানোর খেলায় নেমে পড়ে জুয়েল। আমিসহ আমার পরিবারের লোকজনও তার হাত থেকে রেহাই পাচ্ছি না। আমার শেষ সম্বল গ্রামের বাড়ি মেলান্দহের মাহমুদপুর ও জামালপুর শহরের বাড়ি লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে জুয়েল। লিখে না দেওয়ার আমার বিরুদ্ধে কাজের মেয়েকে বাদি করে নারী নির্যাতনের মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। এখানেই ক্ষান্ত হয়নি, ভাড়াটে সন্ত্রাসী সঙ্গে নিয়ে আমিসহ আমার পরিবারের অন্য সদস্যদের মারধর করে শহরের যোগীরঘোপা বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করি। এলাকাবাসীর সহযোগিতায় তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করি।’

এই বাবা  আরও অভিযোগ করেন, ‘আমাকে মৃত দেখিয়ে জাল দলিল করে গ্রামের বাড়ি মেলান্দহের মাহমুদপুরের জমিতে মালিকানা দাবি করে নিজ নামে সাইনবোর্ড টানিয়ে দেয় জুয়েল। আমার মেঝো ছেলে সফিক হাসান জনির বসুন্ধরার ফ্লাট জুয়েলের নামে লিখে দেওয়ার জন্যও হুমকি-ধামকির এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে আমি প্রতিবাদ করায় দ্বিতীয় দফায় আমাকে মারধর করে। গ্রামের বাড়ি মাহমুদপুর ও জামালপুর শহরের জমি এবং ঢাকায় বসুন্ধরার ফ্লাট লিখে না দিলে আমিসহ আমার পরিবারের অন্য সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে জয়েল। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।  স্থানীয় প্রশাসনের প্রতি ছেলের অত্যচার ও নির্যাতনের হাত থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবি জানাই।  

অভিযুক্ত জাকির হোসেন জুয়েল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। বর্তমানে বিমানবন্দর থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের পদে রয়েছেন।

জাকির হোসেন জুয়েলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে বাবার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার বাবা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।’

সেলিম আব্বাস/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়