ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১২ জানুয়ারি ২০২১  
জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি একদিনের কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯ জানুয়ারি ভোরে বিএনপির কেন্দ্রীয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করবেন দলের নেতাকর্মীরা। বিকাল ৩টায় হবে ভার্চুয়াল আলোচনা সভা।

এছাড়া জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর দলের সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

রিজভী বলেন, ঢাকাসহ সারা দেশে দলের সব ইউনিটকে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

সাওন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়