ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বনভোজন চলাকালে ভেঙে পড়লো আমগাছ, নিহত-২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২১  
বনভোজন চলাকালে ভেঙে পড়লো আমগাছ, নিহত-২

ময়মনসিংহের ভালুকায় বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম গাছ ভেঙে পড়ে দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শহিদ মিয়া (৩২), উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি গ্রামের বাসিন্দা। অপরজন নাছির উদ্দিন (৩৫), একই ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ওসি মাইন উদ্দিন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মল্লিকবাড়ি বাজার কমিটির আয়োজনে মল্লিকবাড়ি বাজারের পুরাতন (মরা) একটি আম গাছের নিচে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ আম গাছটি অনুষ্ঠানের মানুষের ওপর ভেঙে পড়ে। এতে গাছ চাপায় ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় গুরুতর আহত হয় আরও ৬ জন। পরে আহতদের উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত ৫ জন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

মিলন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়