ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনায় করোনায় মৃত্যুর মিছিল থামছেই না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৯ জুন ২০২১   আপডেট: ১১:২৭, ১৯ জুন ২০২১
খুলনায় করোনায় মৃত্যুর মিছিল থামছেই না

করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেডেট হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। 

তারমধ্যে ৮ জন করোনায় ও তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

শনিবার (১৯ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৮ জনের এবং ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪জন। আর আইসিইউ’তে রয়েছেন ১৯ জন।

শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দুইশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়