ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাছের গোড়ায় সাদা রঙ করা হয় কেন

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২৩ মার্চ ২০২৪   আপডেট: ১০:১৪, ২৩ মার্চ ২০২৪
গাছের গোড়ায় সাদা রঙ করা হয় কেন

গাছের গোড়ায় রঙ করলে এর সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। সাধারণত গাছের গোড়ায় সাদা রঙ দেওয়া হয়। শুধুমাত্র সৌন্দর্যবর্ধন এর উদ্দেশ্য নয়, গাছের গোড়ায় সাদা রঙ করার বৈজ্ঞানিক কারণও রয়েছে।

চুনের প্রলেপ দিয়ে গাছের গোড়া সাদা করা হয়। এই রঙ গাছকে সুরক্ষা দেয়। চুন দিয়ে রঙ করলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়। ফলে গাছের গোড়ায় পোকামাকড় আক্রমণ করতে পারে না। শুধু তাই না, এর ফলে গাছের গোড়ায় উইপোকা বাসা বাঁধতে পারে না। এ ছাড়া চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে।

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, গাছের গায়ে চুন দিয়ে রঙ করলে গাছের বাকল ভালো থাকে। গাছ আরও মজবুত হয়।

কর্নেল ইউনিভার্সিটি গবেষকরা জানিয়েছেন, গাছে সাদা রঙ করা হলে সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যায়। সাদা রঙের কারণে গাছের কুঁড়ির ক্ষতি হয় না। আরও কারণ রয়েছে, রাস্তার ধারে থাকা গাছগুলো সাদা রঙ করলে স্ট্রিট লাইট না থাকলেও গাছগুলো চোখে পড়ে। যানবাহন যাতায়াতে সুবিধা হয়।

/লিপি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়