ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মরার ভান করে বেঁচে গেলো দোয়েল

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৬ মে ২০২৫  
মরার ভান করে বেঁচে গেলো দোয়েল

ছবি: সংগৃহীত

দোয়েল পাখি যে কত বুদ্ধিমান তার একটা প্রমাণ পাওয়া গেলো- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে। ‘দ্বীপান্বীতা’ নামের একটি ফেসবুক পেইজ থেকে শেয়ার করা ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি বিড়াল একটি দোয়েল পাখি ধরে নিয়ে যাচ্ছে। পাখিটি মুখে পুরে একটি বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছে বিড়ালটি, কিন্তু পাখিটি মোটেও নড়াচড়া করছে না। 

এরপর গেইট দিয়ে ঢুকতে ব্যর্থ হয়ে বিড়ালটি পাখিটি মুখে নিয়ে আরেক জায়গায় যায়। মুখে থেকে ছেড়ে পা দিয়ে চেপে ধরে পাখিটিকে। তখনও দোয়েলটি চুপচাপ পড়ে থাকে। যেই বিড়ালটি মুখ ঘুরিয়ে বসে, তখনই ডানা মেলে উড়ে যায়। বেঁচে যায় পাখিটি।

এই ভিডিও দেখে, নেটিজনরা আনন্দ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘‘মাঝে মাঝে নিজের জীবনের জন্য অভিনয় জানাটাও প্রয়োজনীয় । অন্তত ভালো থাকার জন্য।’’

‘‘আরেকজন লিখেছেন, কিছু সময় বাঁচার জন্য চুপ থাকতে হয়।’’

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়