এবি পার্টির ইশতেহারে যুব, নারী ও শিশু অগ্রাধিকার পাবে: ব্যারিস্টার সানী
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারই ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। এবি পার্টি সেই আগামীর ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইশতেহার প্রণয়ন করছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ইয়েস বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল ইয়ুথ পলিসি ডায়ালগ-২০২৫ শীর্ষক অনুষ্ঠানে ‘আসন্ন নির্বাচনে যুব, নারী ও শিশু বান্ধব ইশতেহার কেমন চাই’ সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার সানী বলেন, “আমাদের দেশের তরুণদের সবচেয়ে বড় সংকট আত্মবিশ্বাসের অভাব এবং কর্মসংস্থানের অভাব। এই সংকটের মূলে রয়েছে সেকেলে শিক্ষাব্যবস্থা ও মানসিকতার সীমাবদ্ধতা। এবি পার্টির লক্ষ্য একটি আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরি করা। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যেখানে প্রতিটি তরুণ-তরুণী সম্মানজনক কাজ পাবে, দক্ষতা কাজে লাগাতে পারবে এবং চাইলে উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।”
তিনি বলেন, ‘‘নারী ছাড়া জাতীয় উন্নয়ন টেকসই হতে পারে না। কিন্তু আজও নারীরা স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার। তাই এবি পার্টির ইশতেহারে নারীর জন্য বিশেষ অঙ্গীকার থাকবে।’’
একইসঙ্গে শিশুর সুস্থ, নিরাপদ ও সৃজনশীলভাবে বেড়ে ওঠা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে সানী বলেন, ‘‘এবি পার্টির আসন্ন ইশতেহারে শিশুদের জন্য আলাদা ও শক্তিশালী অঙ্গীকার রাখা হবে।’’
অনুষ্ঠানে দেশের ৮টি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন এবং সারা দেশের ৪০টি জেলা থেকে আগত প্রায় শতাধিক তরুণ-তরুণী ও যুবক-যুবতী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনের ইশতেহার সংক্রান্ত ভাবনা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ঢাকা/নঈমুদ্দীন/রাজীব