ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে হিন্দু ব্যক্তিকে হত্যায় জড়িতদের ছাড় নয়: সরকার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৩, ১৯ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহে হিন্দু ব্যক্তিকে হত্যায় জড়িতদের ছাড় নয়: সরকার

ময়মনসিংহয়ের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
এই সংকটময় মুহূর্তে আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাই—সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন।

একই বিবৃতিতে জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে সরকার। সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়