২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে ঘুরল গাড়ির চাকা
শুক্রবার রাত ৮টার দিক থেকে শাহবাগে মোড়ের সড়কে বাস চলতে দেখা যায়। ছবি: রাইজিংবিডি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে যে বিক্ষোভ শুরু হয়েছিল ২২ ঘণ্টারও আগে, সেখানে শুরু হয়েছে গাড়ি চলাচল।
বিক্ষোভকারীদের অনেকে এখনো শাহবাগে অবস্থান করছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টায় এ খবর লেখা পর্যন্ত শাহবাগ মোড়ের সড়কের পাশে বিক্ষোভকারীদের দেখা যায়; তবে তারা মূল সড়ক ছেড়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগে ডাকসুর বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। এরপর রাত ৮টার দিকে শাহবাগের যানচলাচলের উপযোগী হয়, অল্প হলেও দেখা যায় গাড়ি চলাচল করতে।
ডাকসুর জিএস ফরহাদ বলেন, “আগামীকাল (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমাদের ভাই শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শেষে সেখান থেকে আধিপত্যবাদবিরোধী
বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে আসব, ইনশাআল্লাহ। সেখানে সবাইকে দাওয়াত দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ হাদি ভাইয়ের এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করে আপনাদের কাছে আজকে শেষ করছি।”
ঢাকা/রায়হান/রাসেল