ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিতও খেলবেন বিজয় হাজারে ট্রফিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২০ ডিসেম্বর ২০২৫  
রোহিতও খেলবেন বিজয় হাজারে ট্রফিতে

মাঠে থাকার কোনো সুযোগই হাতছাড়া করতে চান না রোহিত শর্মা। তা বোঝা যাচ্ছে স্পষ্ট। ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন বিজয় হাজারে ট্রফির শুরুর দুই ম‌্যাচে তিনি খেলবেন মুম্বাইয়ের হয়ে। 

যে প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর থেকে। পিটিআই এক প্রতিবেদনে বলছে, ‘‘রোহিত মুম্বাইয়ের হয়ে প্রথম দুই ম‌্যাচ খেলবেন।’’ 

তবে জয়সওয়াল, দুবে ও রাহানেকে প্রথম দুই ম‌্যাচে পাবে না মুম্বাই। মুম্বাইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল নিশ্চিত করেছেন, তরুণদের সুযোগ করে দিতে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। 

এদিকে একই প্রতিযোগিতায় দেখা যাবে বিরাট কোহলিকেও। দিল্লির হয়ে দুই ম‌্যাচে মাঠে নামবেন বিরাট। 

৫০ ওভারের ক্রিকেটের এই প্রতিযোগিতা ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আহমেদবাদ, রাজকোট, জয়পুর এবং বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরুতে নক আউট পর্বের ম‌্যাচ গুলো হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। খেলে যাচ্ছে কেবল ওয়ানডে ক্রিকেট। ২০২৭ ওয়নাডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা তাদের। সেজন‌্য সুযোগ পেলেই নিজেদের সর্বদা মাঠমুখী রাখেন দুই তারকা ক্রিকেটার।   

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়