ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ব্যারিস্টার আনিসের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫০, ২০ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে ব্যারিস্টার আনিসের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে হাটহাজারী উপজেলার গুমানমর্দন গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সময় ব্যারিস্টার আনিসের পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ৫০/৬০ জনের একটি দল হাতে লাঠিসোটা নিয়ে ব্যারিস্টার আনিসের বাড়িতে ভাঙচুর করে।

তারা বাড়ির ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকার পুড়ে যায়। 

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘‘ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়