ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে চিকিৎসককে অব্যাহতি

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩৩, ২০ ডিসেম্বর ২০২৫
হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে চিকিৎসককে অব্যাহতি

ডা. তাজিন আফরোজ শাহ

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, “সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে।

‘আপনাকে কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।”

এরআগে বৃহস্পতিবার ‘নিপুন হাজরা’ নামে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়। সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, “ওসমান হাদি মারা গিয়েছে... মরে গিয়েই বেঁচে গেলো মনে হয় ছেলেটা... বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা...।”

সেই স্ট্যাটাসে গিয়ে তাজিন আফরোজ শাহ কমেন্টসে মন্তব্য করেন, “No need to be unnecessarily dilpomatic. সে একটা ছ্যাঁচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।”

এসময় প্রতি উত্তরে নিপুন হাজরা বলেন, “আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।” 

এদিকে নিপুন হাজরার কমেন্টসের উত্তরে তাজিন আফরোজ শাহ লিখেছিলেন, “নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেছে বেশি কষ্ট পায়নি, ধুঁকে ধুঁকে মরেনি ৩২ নাম্বার ভাঙ্গার কারিগর, এটাই দুঃখ।’’

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়